Tripura : হোলি খেলার আনন্দে মাতলো গোটা আগরতলাবাসী : U Bangla TV

Tripura : হোলি খেলার আনন্দে মাতলো গোটা আগরতলাবাসী : U Bangla TV

Mar 26, 2024 - 13:42
 0  3

দোল যাত্রা হোলি, রঙের উৎসব, বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামে ও পরিচিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উল্লেখযোগ্য এবং জনপ্রিয় উৎসব হোলি। শাস্ত্র অনুযায়ী, বৃন্দাবনে রাধিকা এবং শ্রীকৃষ্ণের দ্বারা হোলি খেলার উৎসব পালিত হয়েছিল। হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় বিকশিত করে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের মধ্যে রঙ খেলায় মেতেছেন। সেই ঘটনা থেকেই হোলি খেলার উৎপত্তি হয়। আগরতলা ইসকন মিশনে মহা ধুমধামে পালিত হলো দোলযাত্রা উৎসব। তার পাশাপাশি, মঙ্গলবার সকাল থেকে হোলি খেলার আনন্দে মেতে উঠলেন ছোট ছোট কচিকাঁচা থেকে শুরু করে গোটা আগরতলাবাসী #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow