একসাথে ৬৭ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছাটাই
মালদাতে একটি বহুজাতিক ওষুধ নির্মাণকারী সংস্থার ৬৭ জন মেডিকেল রিপেজেন্টেটিভকে ছাঁটাইয়ের প্রতিবাদে মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে বিক্ষোভ দেখায় অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেসেন্টেটিভ ইউনিয়নের সদস্যরা। তাঁদের অভিযোগ, গত ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ওই বহুজাতিক ওষুধ নির্মাণকারী সংস্থাটি ৬৭ জন সেলস কর্মীকে ছাঁটাই করে দিয়েছে। শুধু তাই নয়, ওই কোম্পানি অন্য একটি কোম্পানির কাছে তাদের কিছু উৎপাদিত ওষুধ ও কর্মীদের বিক্রি করে দিয়েছে গোপনে। পাশাপাশি প্রতিনিয়ত রিপ্রেসেন্টেটিভদের ছাঁটাইয়ের হুমকি দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ বলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা জানিয়েছেন। #youtube #malda #maldanews @ubanglatvofficial
What's Your Reaction?