Tripura : চিকিৎসকদের বিরুদ্ধে অবৈধ গর্ভপাত করানোর অভিযোগ
খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে অবৈধ গর্ভপাত করাতে এসে সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হয়ে কোন উত্তর দিতে পারেনি যাকে গর্ভপাত করানোর জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেই মেয়ে সহ পরিজন। সদুত্তর দিতে পারেননি চিকিৎসকও।
স্থানীয় সাংবাদিকদের কাছে খবর আসে যে, এক জনজাতি মেয়েকে অবৈধভাবে গর্ভপাত করানোর জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই খবর সম্পর্কে সুনিশ্চিত হওয়ার পর তেলিয়ামুড়ার একদল সাংবাদিক তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ঘাঁটি গেড়ে বসে থাকেন। নির্দিষ্ট সময়ে যথারীতি সেই জনজাতি মেয়ে, দু-একজন পরিজন সহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গর্ভপাত করানোর জন্য আসে এবং হাসপাতালে নাটকের মতো করে চিকিৎসকের তত্ত্বাবধানে গর্ভপাতের কাজও সুচারুভাবে সম্পন্ন হয়ে যায় অনেকটাই তড়িঘড়ি। এই কাজ যিনি সমাধান করেছেন সেই চিকিৎসক হচ্ছেন ডাক্তার সুশান্ত সাহা। অভিযোগ ডাক্তার সুশান্ত সাহা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরেই হাসপাতালের সামনেই কোন একটা বেসরকারি ক্লিনিক খুলে বসেছেন এবং সেই বেসরকারি ক্লিনিকে উনার পরামর্শ মতই এই গর্ভপাত সরকারি হাসপাতালে করা হয়েছে এবং সবটাই গুজামিল দিয়ে। গোটা বিষয় নিয়ে চিকিৎসক সুশান্ত সাহাকে জিজ্ঞাসা করা হলে চিকিৎসা বিদ্যায় পারদর্শিতার সাথে সাথে স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই সুচতুর চিকিৎসক সুশান্ত সাহা আইনের পাঠ দিয়ে বুঝিয়ে দিয়েছেন গর্ভপাত করানো যেতে পারে। চিকিৎসক সুশান্ত সাহা বারবার দাবি করেছেন জনজাতি মেয়েটির সম্মতিতে মেয়েটির স্বামীর উপস্থিতিতে এই গর্ভপাত করানো হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ডাক্তার সুশান্ত সাহা যাকে সংশ্লিষ্ট মহিলা বা মেয়ের স্বামী হিসেবে পরিচয় দিয়েছিলেন সেই যুবক'কে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, উনি কি উনার স্ত্রীকে নিয়ে হাসপাতালে নিয়ে এসেছেন তখন সেই যুবক নেতিবাচক উত্তর দিয়েছে অর্থাৎ এটা থেকে পরিষ্কার এখানে কোন একটা পর্দার পেছনের খেলা হয়েছে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?