Tripura : গরীব কৃষকদের সাথে ধানের জমিতে নেমে ফসল কাটলেন যুব কংগ্রেসের নেতৃত্বরা : U Bangla TV
Tripura : গরীব কৃষকদের সাথে ধানের জমিতে নেমে ফসল কাটলেন যুব কংগ্রেসের নেতৃত্বরা : U Bangla TV
গোমতী ত্রিপুরা জেলা যুব কংগ্রেসের উদ্যোগে কালাবন দাস পাড়া এলাকার হতদরিদ্র কৃষক মলিন দাসের ধানের জমিতে বিনা অর্থে ধান কেটে সহযোগিতা করে দেন যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা।গত ২৮শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠিত হয়েছিল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। ওই অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার আহবানে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মীরা সুশাসনের রাজ্যে ১৭ দফা দাবি নিয়ে ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের লোকজনদের কাছে পৌঁছে যাচ্ছেন। সকালে গোমতী ত্রিপুরা জেলা কালাবন এলাকায় ১৭ দফা দাবি নিয়ে যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে দেখতে পায় কালাবন এলাকার হতদরিদ্র কৃষক মলিন দাস অর্থের অভাবে উনার ধান ক্ষেতের পাকা ধান কাটতে পারছেন না। এই অবস্থা দেখে গোমতী ত্রিপুরা জেলার যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাস,যুব কংগ্রেস নেতা গণেশ দেবনাথ, তপন দেবনাথ, গোমতী ত্রিপুরা জেলা কংগ্রেসের সদস্য স্বপন নম: দাস ওই হতদরিদ্র কৃষকের ধানের জমিতে নেমে পড়েন ধান কাটার জন্য। যুব কংগ্রেস কর্মীদের পাশে পেয়ে খুবই খুশি কৃষক মলিন দাস। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?