Tripura : জনপ্রিয় বিধায়কের প্রয়ানে বাতিল সমস্ত সরকারি অনুষ্ঠান : U Bangla TV
Tripura : জনপ্রিয় বিধায়কের প্রয়ানে বাতিল সমস্ত সরকারি অনুষ্ঠান : U Bangla TV
ত্রিপুরার জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে আজ সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে! বললেন মন্ত্রী রতন লাল নাথ!প্রয়াত হলেন ত্রিপুরার জনপ্রিয় ৭ বারের বিধায়ক সুরজিৎ দত্ত। রাত আনুমানিক ১১ টা ২৫ মিনিটে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ছিলেন একসময় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। কিছু সময় তিনি তৃণমূল কংগ্রেস ও করেন। বর্তমানে বিজেপির বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত। বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন বাম বিরোধী আন্দোলনের এক নেতা। জননেতা হিসেবে আখ্যায়িত ছিলেন তিনি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি কংগ্রেস জোট সরকারের আমলে ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য ও ছিলেন। বিজেপির দুইবারের বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত। বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে বৃহস্পতিবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।তিনি আরো বলেন,রাজ্য রাজনীতিতে এক যুগাবসান হলো। নক্ষত্রপতন ঘটলো ত্রিপুরার সংসদীয় রাজনীতির। আগরতলা রামনগরের মুকুটহীন সম্রাট সকলের প্রিয় সুরজিৎ দত্ত তথা সুনুদা প্রয়াত হলেন। তার সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথ চলায় ঋদ্ধ হয়েছিলেন মন্ত্রী রতন লাল নাথ বারবার। বাম বিরোধী রাজনীতির তিনি ছিলেন এক মহীরুহ । বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যু আগরতলা রামনগরবাসীর এবং ত্রিপুরাবাসীর মতই মন্ত্রী রতন লাল নাথের ব্যক্তিগত জীবনেও এক অপূরণীয় ক্ষতি ।এই দুঃসময়ে তার প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী রতন লাল নাথ। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?