Tripura : ১৮ থেকে ২৩ এপ্রিল ত্রিপুরাতেও সমস্ত সরকারি এবং আধা সরকারি বিদ্যালয় বন্ধের নির্দেশ
ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার, আগামী ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ত্রিপুরার সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উনার সামাজিক মাধ্যমে লিখেছেন রাজ্যজুড়ে অতিরিক্ত তাপ প্রবাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। এই বিষয়টি বিবেচনায় রেখে আগামী ১৮ই এপ্রিল, ২০২৩ থেকে ২৩শে এপ্রিল, ২০২৩ পর্যন্ত ত্রিপুরার সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। পাশাপাশি ত্রিপুরার সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছেও এই সময়কালে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী | #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?