Tripura : কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড কমলাসাগর বিস্তীর্ণ এলাকা : U Bangla TV

Tripura : কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড কমলাসাগর বিস্তীর্ণ এলাকা : U Bangla TV

Mar 31, 2024 - 14:39
 0  6

রবিবার সকালে আচমকা কালবৈশাখী ঝড়ে ত্রিপুরা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেম্বুতলী, ধনছড়ি, গকুলনগর রাস্তার মাথা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কালবৈশাখীর ঝড়ে সংশ্লিষ্ট ওই এলাকার অধিকাংশ মানুষের বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গেছে। তাছাড়া বিদ্যুৎ পরিষেবা ও বিচ্ছিন্ন হয়ে গেছে। এই প্রবল ঝড়ে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়, আবার কোন কোন জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছ পরে বন্ধ হয়ে যায় আগরতলা- কমলাসাগর সড়ক। রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগায় ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা। কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে লেম্বুতলী স্কুলে। খবর পেয়ে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ছুটে গিয়ে কথা বলেন অসহায় মানুষদের সঙ্গে। কিছু কিছু পরিবারের দুর্দশা দেখে তিনি নিজের পকেট থেকে আর্থিক সাহায্যের হাত ও বাড়িয়ে দিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow