Tripura : মাঝারি আকারের বাজপাখি উদ্ধার উত্তর ত্রিপুরা জেলা পানিসাগরে !

Tripura : মাঝারি আকারের বাজপাখি উদ্ধার উত্তর ত্রিপুরা জেলা পানিসাগরে !

Jun 27, 2023 - 14:01
 0  3



মাঝারি আকারের বাজপাখি উদ্ধার হল উত্তর ত্রিপুরা জেলা পানিসাগরে এক ব্যক্তির বাড়ি থেকে। বনদপ্তরের আধিকারিক জানিয়েছেন, উদ্ধারকৃত মাঝারি আকারের এই বাজপাখিটির এখন তেমন বেশি বয়স হয়নি। এই বাজপাখিটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।বাজ পাখি বেশিরভাগ রোয়া'তে পাওয়া যায়। বাজ পাখিটিকে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। মাঝারি আকারের এই বাজ পাখিটিকে দেখার জন্য মুহূর্তের মধ্যেই কৌতুহলি মানুষের ভিড় জমে যায়। বাজপাখি সাধারণত নিজের থেকে ছোট আকৃতির জীবজন্তু যেমন মাছ, কাঠবিড়ালী, খরগোশ, ইঁদুর এমনকি গরুর গোস্ত খেয়ে জীবন যাপন করে। বাজপাখির সবচেয়ে বড় আবাসস্থল হলো মধ্য আমেরিকা। এছাড়া এশিয়াতেও বাজপাখির দেখা মেলে। বাজপাখি মাঝারি আকৃতির এক প্রকার শিকারি পাখি। বাজপাখিকে ক্ষিপ্রতার প্রতীক হিসেবে মানা হয়ে থাকে। বাজপাখি মূলত তীক্ষ্ণ দৃষ্টির জন্য বিখ্যাত। বাজপাখির ধারালো ঠোঁট আর তীক্ষ্ণ নখের অধিকারী হয় বলে জানা গিয়েছে। #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow