হোয়াইট হাউসে মোদির সম্মানে নৈশভোজে থাকছে কি কি বিশেষ পদ।

হোয়াইট হাউসে মোদির সম্মানে নৈশভোজে থাকছে কি কি বিশেষ পদ।

Jun 23, 2023 - 15:20
 0  14

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচবার যুক্তরাষ্ট্র সফর করেছেন। কিন্তু পূর্ণ কূটনৈতিক ও রাষ্ট্রীয় মর্যাদার সফর এটাই প্রথম। এবারের এ গুরুত্বপূর্ণ সফরে তাঁর সম্মানে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে থাকছে রাষ্ট্রীয় নৈশভোজ। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন বুধবার সাংবাদিক সন্মেলন করে এ দিনের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন, নরেন্দ্র মোদি যে নিরামিষভোজী, জিল তা ভালো করেই জানেন। তাই নৈশভোজে মোদির পছন্দকেই প্রাধান্য দিয়ে নিরামিষ পদ তৈরি করা হচ্ছে।এই নৈশভোজে রয়েছে চারটি ধাপ। প্রথম ধাপে থাকবে ম্যারিনেটেড মিলেট ও গ্রিল্ড কর্ন কারনেল স্যালাড। ম্যারিনেটেড মিলেট মানে কাউনের চালের একটি পদ আর গ্রিল্ড কর্ন কার্নেল স্যালাড হলো ভুট্টার কচি দানার শাঁস দিয়ে তৈরি স্যালাড। সঙ্গে থাকবে তরমুজের পদ ও অ্যাভাকাডোর সস। ।মূল খাবারে থাকছে স্টাফ্‌ড পোর্টোবেলো মাশরুম, ক্রিমি জাফরান দিয়ে তৈরি রিসোতো।শেষ পাতে থাকছে বাজরার তৈরি ক্রিসপ্‌ড কেক এবং সামার স্কোয়াশেস। নৈশভোজের আসরে প্রতিটি টেবিলে থাকবে জাফরান রঙের ফুলের সঙ্গে সবুজের মিশেল। মূলত ভারতের জাতীয় পতাকার রঙকে মাথায় রেখে এভাবে সাজানো হয়েছে।নৈশভোজের পর রাখা হয়েছে সংগীতায়োজন। জিল বাইডেন বলেছেন, মোদিসহ অতিথিদের গান শোনাতে হাজির থাকবেন গ্র্যামি পুরস্কারজয়ী জোশুয়া বেল এবং পেন মাসালা। এ ছাড়া ভারতীয় সুর অনুকরণে গান শোনাতে আসবে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার একটি গ্রুপ। #current_affairs #worldaffairscurrentaffairs  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow