বিতর্ক তুঙ্গে, তবু কেন বাতিল হচ্ছে না NEET পরীক্ষা? মুখ খুললেন শিক্ষামন্ত্রী
NEET অর্থাৎ সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। তবুও এখনও পরীক্ষা বাতিল করেনি কেন্দ্র। কেন মোদি সরকার সেপথে হাঁটেনি জানালেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
1.
NEET অর্থাৎ সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। তবুও এখনও পরীক্ষা বাতিল করেনি কেন্দ্র। কেন মোদি সরকার সেপথে হাঁটেনি জানালেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
কী বলেছেন ধর্মেন্দ্র? তাঁর ব্যাখ্যা, ২০০৪ ও ২০১৫ সালে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল হয়েছিল। কিন্তু সেবার কেলেঙ্কারির মাত্রা ছিল ব্যাপক। এবারে প্রশ্নপত্র ফাঁস হলেও তা অল্পসংখ্যক পড়ুয়াদের কাছেই পৌঁছেছে। এই পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করলে লক্ষ লক্ষ পড়ুয়া যাঁরা স্বচ্ছতার সঙ্গেই পরীক্ষায় পাশ করেছিলেন তাঁদের সঙ্গে অন্যায় হবে। সেই সঙ্গেই ধর্মেন্দ্র বলছেন, সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে তাই শীর্ষ আদালত এবিষয়ে যে রায় দেবে সেটাই চূড়ান্ত হবে।
What's Your Reaction?