হাওড়া : বৈদ্যুতিক আলো ও সি সি টিভি ক্যামেরার প্রতিস্থাপনের উদ্বোধন
হাওড়া বালিটিকুরী বকুলতলা এলাকায় ১২৫ টি বৈদ্যুতিক আলো ও ২৫ টি সি সি টিভি ক্যামেরার প্রতিস্থাপনের উদ্বোধন করলেন রাজ্যের ভারপ্রাপ্ত সমবায় মন্ত্রী অরুপ রায়, সাথে ছিলেন হাওড়া পুর সভার চেয়ার পার্সন সুজয় চক্রবর্তী ও হাওড়া জেলা তৃণমুল সভাপতি তথা ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোঘ এবং হাওড়া জেলা পরিসদের কর্মধ্যক্ষ সৃষ্টিধর ঘোষ। আজ বিকেলে সদানন্দ স্মৃতি সংঘের এক গৌরবময় প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে এসে মন্ত্রী অরুপ রায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। সংঘের সম্পাদক সৌমেন ব্যাণার্জী বলেন ৭৫ বছর ধরে আমরা যেমন এলাকার মানুষের পাশে আছি তেমনি সর্বদাই মানুষের সেবায় এই ভাবে নিয়োজিত থাকবো।
What's Your Reaction?