মালদা জেলার গাজোলে তীব্র জল সংকট | U Bangla TV
জলের অপর নাম জীবন। সেই জলই নষ্ট হচ্ছে দিনের পর দিন। এমনই চিত্র উঠে এসেছে জলদফতর অফিসের মধ্যেও। টাইম কল ঠিকঠাক থাকা সত্ত্বেও নষ্ট হচ্ছে পানীয় জল। মালদা জেলার গাজোলে বিভিন্ন এলাকায় টাইম কল থাকা সত্ত্বেও সরবরাহ নেই জলের। এই বিষয়ে জলদফতর আধিকারীক মিঠুন বর্মন জানান, খারাপ টাইম কলগুলি অতি শীঘ্রই মেরামত করা হবে এবং সকলকেই নজর রাখতে হবে। যে সকল এলাকায় জল সরবরাহ নেই , সেই সকল এলাকায় অতি শীঘ্রই পাইপ লাইনে জল সরবরাহ করা হবে । বেশ কিছুদিনের মধ্যেই সেই সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান পি এইচ ই জলদফতর আধিকারিক মিঠুন বর্মন।
What's Your Reaction?