Nadia : ব্যাটারি চালিত টোটো হয়ে উঠলো মারুতি ভ্যান : U Bangla TV

Nadia : ব্যাটারি চালিত টোটো হয়ে উঠলো মারুতি ভ্যান : U Bangla TV

Feb 17, 2024 - 13:21
 0  2

শান্তিপুর বড় গোস্বামী পাড়ার বাসিন্দা পেশায় টোটো চালক উত্তম দত্ত দীর্ঘদিন ধরে এই টোটো চালনার পেশায় রয়েছেন । হঠাৎই তার মনে ইচ্ছে জাগে একটি টোটো গাড়িকে চার চাকায় রূপান্তরিত করার ।তবে তার জন্য তাকে অনেক ঝুঁকিও পোহাতে হয়েছে ।একটা তিন চাকার টোটো কে চার চাকায় রূপান্তরিত করে ,স্টিয়ারিং এর মাধ্যমে চালানোর পরিকাঠামো গড়ে তুলতে করতে হয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষাও । বিগত দু বছরের পরিশ্রমের ফল বর্তমানের চার চাকার টোটো রিক্সা ,ওরফে মারুতি ভ্যান । উত্তম বাবু জানাচ্ছেন দু'বছর আগে তার মাথায় আসে এই টোটো গাড়িকে চার চাকার রূপান্তরিত করার । তারপর একের পর এক পরীক্ষামূলক ডিজাইনকে ধীরে ধীরে বাস্তবে ফুটিয়ে তুলেছেন তিনি, শান্তিপুর বাইগাছি পাড়ার এক ওয়েল্ডিং মিস্ত্রির সাহায্যে ।এ গাড়ি দেখতে পুরো যন্ত্র চালিত চার চাকার মত। তবে মজার বিষয় পুরোটাই পরিবেশ বান্ধব । টোটোর স্পেয়ার পার্টস এবং টোটোর বডির ওপরেই লোহা এবং মোটা টিনের পাত দিয়ে তৈরি করে ফেলেছেন মারুতির মত দেখতে ব্যাটারী চালিত মারুতি ভ্যান । তবে শান্তিপুরের ওলিতে গলিতে প্যাসেঞ্জার বসিয়ে চলছে তার এই গাড়ির ওপর ব্যবসা । এলাকার সাধারণ মানুষ তথা শান্তিপুরবাসী খুবই খুশি হয়েছেন তার এই অভিনব চিন্তাভাবনার বাস্তবায়নে । অনেকে তুলছেন গাড়ির সঙ্গে সেলফি। উত্তমবাবু জানাচ্ছেন, এই গাড়ি তৈরিতে তার খরচ হয়েছে আনুমানিক দু লক্ষ টাকার উপরে। তবে সাধারণ মানুষ এগিয়ে এসে তার এই অভাবনীয় সৃষ্টিকে কুর্নিশ জানাচ্ছেন, তাতেই খুশি তিনি । অপরদিকে এই অভিনব চার চাকায় উঠে অত্যন্ত খুশি একজন আরোহী তিনি জানাচ্ছেন ,এটি অত্যন্ত অন্যরকম একটি গাড়ি ।এমনিতে টোটোতে উঠলে যে রকম ঝাকুনি হয় ,এই চার চাকার গাড়িতে সেরকম কোনো ঝাকুনি নেই । অর্থাৎ আরামদায়কভাবেই হচ্ছে যাত্রী পরিষেবা । তাই যাত্রীরা অনেক খুশি এই টোটো কাম মারুতি গাড়িতে ওঠে । #nadia #nadianews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow