Kolkata : পালিত হল কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৫১ তম জন্মদিন : U Bangla TV
Kolkata : পালিত হল কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৫১ তম জন্মদিন : U Bangla TV
শনিবার সকালে সুইচ অন ফাউন্ডেশন এবং (সি টি ইউ এ) এলাইজ প্রটেস্ট গ্রুপ এর যৌথ উদ্যোগে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৫১ তম জন্মদিন পালিত হল গরিয়াহাট ট্রাম ডিপোতে। এই উপলক্ষে গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে এসপ্ল্যানেড ট্রাম ডিপো পর্যন্ত ট্রামের এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর ট্রামগুলি আবারো গড়িয়াহাট ট্রাম ডিপোতে ফিরে যায়। সাধারণ মানুষ এবং বিভিন্ন ব্যক্তিত্বরা ট্রামের এই শুভ জন্মদিনে ট্রাম যাত্রার সঙ্গী হয়। তারা জানালেন কলকাতার মানুষের কাছে ট্রাম এক বিশেষ আবেগ। অতিথিরা জানালেন আস্তে আস্তে ট্রাম বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে। বেশ কিছু জায়গা থেকে ট্রাম যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যেখানে মাত্র সামান্য কয়েকটা টাকার বিনিময়ে ট্রাম সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকে , সেখানে ট্রাম পরিসেবা যেন বিঘ্নিত না হয়, সেদিকে খেয়াল রাখা দরকার । সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুরোধ জানান - এই ট্রাম যাতে আর উঠে না যায় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চৌধুরী পরিবারের বংশধর চন্দন রায় চৌধুরী। চৌধুরী পরিবারের সাথে ট্রাম এর ৩৫০ বছরের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিনেমা পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা বরুণচন্দ্র, অভিনেতা পরমব্রত চ্যাটার্জী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ,অরুণ মুখার্জি ও বিভাস চক্রবর্তী সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা । #kolkatanews #kolkata #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?