‘স্বদেশি হল বিচারব্যবস্থা’, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করে দেশবাসীকে শুভেচ্ছা শাহর
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পরে দেশের ফৌজদারি বিচারব্যবস্থা প্রকৃত অর্থে স্বাধীন হল। দেশ স্বাধীন হওয়ার পরে ৭৭ বছর কেটে গিয়েছে। এবার পুরোপুরি স্বদেশি হল বিচার ব্যবস্থা।
1.
দেশজুড়ে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা। তার পরেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ন্যায় সংহিতা কার্যকর হওয়ার পরে দেশের ফৌজদারি বিচারব্যবস্থা প্রকৃত অর্থে স্বাধীন হল। দেশ স্বাধীন হওয়ার পরে ৭৭ বছর কেটে গিয়েছে। এবার পুরোপুরি স্বদেশি হল বিচার ব্যবস্থা।
সোমবার সংসদের লাইব্রেরি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন শাহ। তিনি বলেন, “স্বাধীনতার ৭৭ বছর পরে দেশের ফৌজদারি বিচারব্যবস্থা স্বদেশি হয়েছে। সম্পূর্ণ ভারতীয় নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ন্যায় সংহিতা। আজ যখন নতুন এই নিয়ম কার্যকর হল, সঙ্গে সঙ্গেই বাতিল হয়ে গেল ঔনিবেশিক আইন।”
What's Your Reaction?