জয়গাঁ : লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির উদ্ভব : U Bangla TV
জয়গাঁ : লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির উদ্ভব : U Bangla TV
ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে ভুটান সীমান্ত জয়ঁগাতে। ইতিমধ্যে জয়ঁগার গ্ৰাম রাইগাঁও, মঙলাবাড়ি, বৈরবাড়ি, খারখোলা সহ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করেছে। রাইগাঁও, মঙলাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ভুটান পাহাড় থেকে কাদামাটি, পলি এসে বাসিন্দাদের ঘড়ে প্রবেশ করেছে। ভুটান পাহাড় থেকে নেমে আসা যোগীখোলা, খারখোলা সহ বিভিন্ন নদী ও ঝোরার জল বৃদ্ধি পেয়েছে এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে জল।প্রশাসনের পক্ষ থেকে জয়ঁগা স্টেট প্লান প্রাথমিক বিদ্যালয়ে ফ্লাড সেণ্টার খোলা হয়েছে সেখানে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত প্রায় ৩৫ টি পরিবার।#bhutan #nepal #bangladesh #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?