Nadia : বিজেপি বিধায়কের বাড়িতে বোমাবাজির ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ |
Nadia : বিজেপি বিধায়কের বাড়িতে বোমাবাজির ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ |
বিজেপি বিধায়কের বাড়িতে বোমাবাজির ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ চলছে বিজেপির। অন্যদিকে এই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আজ তাদের রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য নদীয়ার রানাঘাট দক্ষিণের বিধায়ক মনি অধিকারীর বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি শুরু হয় গতকাল গভীর রাতে। বোমের আঘাতে জখম বেশ কয়েকজন। অন্যদিকে বিধায়কের ভাই অনুপম অধিকারী এবং বাবা ভূপাল অধিকারী কে মারধর করার অভিযোগ ওঠে। এরপরেই তড়িঘড়ি আহতদের প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল পরবর্তীকালে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করে চিকিৎসকরা। গতকাল রাতেই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুকুটমনি অধিকারী নেতৃত্বে কৃষ্ণগঞ্জ থানা সামনে বিক্ষোভ দেখানো হয়। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি নেতাকর্মীরা কৃষ্ণগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। মূলত পঞ্চায়েত নির্বাচনের সামনে নিরাপত্তারীনতার দাবি তুলে প্রতিবাদ শুরু করে তারা এবং পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয় ততক্ষণ এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। অন্যদিকে প্রশাসন তদন্ত চালিয়ে তিন অভিযুক্ত মনোরঞ্জন বিশ্বাস অরিন্দম বিশ্বাস এবং রনি হালদার কে গ্রেফতার করে। এ বিষয়ে বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারী বলেন, বর্তমানে আমরা অবস্থান বিক্ষোভ করছি এরপরে প্রতিবাদ মিছিল হবে। অন্যদিকে তিনি বলেন গতকালকের ঘটনায় যে ষড়যন্ত্রকারীরা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি তিনি বলেন কোন অজুহাত আমরা শুনব না। #newstoday #newsvideo #current_affairs #nadia #nadiadnews @ubanglatvofficial
What's Your Reaction?