প্রয়াত বিশিষ্ট সাংবাদিক তথা লেখক তারেক ফাতেহ
গতকাল মধ্যরাতে পরলোক গমন করেছেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক তারেক ফাতেহ। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তারেখ ফাতের মৃত্যুতে ইউবাংলা টিভির তরফ থেকে বিনম্র শ্রদ্ধা। আজ আমরা একবার ফিরে দেখব এক নির্ভীক সাংবাদিকের তথা লেখকের জীবন কাহিনী, ১৯৪৭ সালের ভারত ভাগের পরে মুম্বাই থেকে করাচী চলে যায় ফাতে পরিবার । করাচি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করার পর 1970 সালে করাচির শান পত্রিকায় যোগদান তিনি , পরবর্তীকালে অবশ্য টেলিভিশনের তদন্তমূলক সাংবাদিকতা শুরু করেন তিনি। তবে তিনি তার নির্ভীক সাহসিকতার জন্য পাক শাসক দলে রোশের মুখেও পড়েছেন , এমনকি তাকে কারাবন্দিও করেছিলো পাক সরকার । পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে তার বিরুদ্ধে এই সময় তিনি করাচি ছেড়ে সৌদি আরবে গিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি কানাডায় টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করতে শুরু করেন, এছাড়াও তিনি বিভিন্ন বই লেখালেখিও শুরু করেছিলেন । তার উল্লেখযোগ্য বইগুলি মধ্যে সবথেকে চর্চিত বই দুটি হলো "চেজিং এমিরাজ দা ট্রাজিক ইলুয়েশন অফ ইসলামিক স্ট্রিট" ও দ্যা জেউ নট মাই এনিমি"। তিনি আজীবন সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে কথা বলে গেছেন ,তিনি বিভিন্ন পাকিস্তানের কার্যকলাপের বিরুদ্ধে সর্বসম্মখে সমালোচনা করেছিলেন।
তারেক ফাতেহ নিজেকে বলতেন একজন পাকিস্তানে জন্ম নেয়া ভারতীয়, ইসলামে জন্ম নেয়া একজন পাঞ্জাবি ,কানাডায় একজন ইসলামিক চেতনার মার্কসবাদী যুবক ।
তারেখ ফাতের প্রায়ানে শোকের ছায়া বিভিন্ন বিশিষ্ট মহলে। #youtube #journalist #tarekfatah @ubanglatvofficial
What's Your Reaction?