Nadia : ফলের রাজা আম হলেও এখন দামের রাজা তরমুজ : U Bangla TV

Nadia : ফলের রাজা আম হলেও এখন দামের রাজা তরমুজ : U Bangla TV

Mar 11, 2024 - 16:27
 0  5

ফলের রাজা আম হলেও এখন দামের রাজা তরমুজ। গরমের তাপমাত্রা বাড়তেই চাহিদা থাকে তরমুজে, যদিও পানীয় বিকল্প হিসাবে তরমুজ খান অনেকেই। সেরকমই মুসলিম ধর্ম অবলম্বীরা তাদের রোজায় তরমুজকেই প্রাধান্য দেন বেশি, কারণ নির্জলা উপবাসের পর তেষ্টা নিবারণের জন্য খুব প্রয়োজনীয় এই ফল। কিন্তু এবছর গ্যাটের করি খরচা করেই কিনতে হবে তরমুজ। বর্তমানে ভিন রাজ্যের তরমুজই এখন একমাত্র ভরসা, তাই অগ্নি মূল্য তরমুজের দাম। ব্যবসায়ীরা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের তরমুজ এখনো সেভাবে উৎপাদন হয়নি, ব্যাঙ্গালোর সহ ভিন রাজ্য থেকে আনা হচ্ছে তরমুজ। একদিকে যেমন বাড়ছে বহন খরচ অন্যদিকে নিজেদের পুঁজি সামলানোর জন্যই পাইকারিতেও বাড়াতে হচ্ছে অনেকটাই দাম। তবে আগামী দিন ১৫ মধ্যে অনেকটাই আয়ত্বে আসবে তরমুজের দাম। রাজ্যের তরমুজ আমদানি হতে শুরু হলেই বর্তমানের অগ্নিমূল্য বাজারদর অনেকটাই নেমে আসবে। যদিও এক প্রকার বলা যেতেই পারে, এবার গ্যাটের করি খরচা করে বাজার থেকে কিনতে হবে তরমুজ। যা নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছেন তরমুজ ব্যবসায়ীরা। #nadia #nadianews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow