Alipurduar : সংসার চালানো কঠিন , মজুরি মাত্র ২৩২ টাকা
মজুরি ২৩২ টাকা, তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। তাই ভেবেছিলেন ছোট খাবারের দোকান খুলবেন, আর সেই দোকান খুলতে গিয়েই বরখাস্ত হতে হল কালচিনি ব্লকের ডিমা চা বাগানের শ্রমিক দিলীপ রাইকে। এর প্রতিবাদে ধর্ণায় বসলেন শ্রমিক দীলিপ রাই ও তার পরিবার। এ বিষয়ে দিলীপ রাইয়ের অভিযোগ, 'একে আমাদের মজুরি অনেক কম, আর বাগান থেকেও কোনো সুযোগ সুবিধা বর্তমানে আমরা পাচ্ছি না, এ পরিস্থিতিতে পরিবার চালাতে সমস্যা হচ্ছিল, এজন্য বাগানে কাজের পাশাপাশি আমি নিজের বাড়িতেই ছোট দোকান খুলেছিলাম। তবে সেখানেও বাগান কতৃপক্ষের বাঁধার মুখে পড়তে হয়েছে আমাকে। দোকান বানানোর অপরাধে গত ফেব্রুয়ারি মাসে আমাকে বরখাস্ত করা হয়েছে, এই দুমাসে অনেকবার বাগান কতৃপক্ষকে অনুরোধ করছি,তবুও এখনও আমাকে কাজে ফেরানো হয়নি। উল্টো আমার দোকান ভেঙে দিতে বলা হচ্ছে ' দিলীপ রাই আরও জানান, 'বংশ পরম্পরায় এই চা বাগানে আমরা কাজ করে আসছি, এই জমিতে আমাদেরও অধিকার রয়েছে, তবে বাগান কতৃপক্ষ আমাদের তা থেকে বঞ্চিত করছে এবং যতদিন না আমার কাজ ফিরিয়ে দিচ্ছে ততদিন আমরা এরূপ ধর্ণায় বসে থাকবো।' অন্যদিকে, এ বিষয়ে ডিমা বাগানের ম্যানেজার অভিজিৎ শর্মা জানান, 'আমরা কখনই বাগানের নিয়ম ভঙ্গ করতে পারবো না। তিনি বাগান কতৃপক্ষের অনুমতি ছাড়াই বাগানের জমিতে দোকান বানিয়েছেন।তিনি যখন এই কাজটি শুরু করেন সে সময় আমরা তাকে বাঁধা দিয়েছিলাম, এরপরও তিনি তা তৈরি করেছেন । যারপরে তাকে বারংবার আমরা শোকজ করেছিলাম, সেখানেও দিলীপ রাই এসে আমাদের কোনো জবাব দেননি।যারপরে আমরা বাধ্য হয়ে তাকে বরখাস্ত করেছি। তারপরও তিনি এসে আমাদের সাথে দেখা করেননি, আর অন্যায় করে এরূপ ধর্ণা আমরাও বরদাস্ত করবো তাকে। বাগানের ইউনিয়নের সদস্যদেরও তাকে বোঝানোর জন্য | #youtube #kalchini #alipurduar #alipurduarnews @ubanglatvofficial
What's Your Reaction?