Assam : সিপাঝাড়ে লাখপতি দিদি হওয়ার জন্য সকাল থেকে পঞ্চায়েতে সকল দিদিদের ভিড় : U Bangla TV
Assam : সিপাঝাড়ে লাখপতি দিদি হওয়ার জন্য সকাল থেকে পঞ্চায়েতে সকল দিদিদের ভিড় : U Bangla TV
সকাল থেকেই সিপাঝাড়ে গ্রাম পঞ্চায়েত গুলোতে অসমের মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানে আত্ম সহায়ক বোর্ডগুলো থেকে প্রায় ৪০ লক্ষ যোগ্য মহিলাকে ৩৫ লক্ষ টাকা দিয়ে ছোট উদ্যোগী বা লাখপতি দিদি হিসাবে বিকাশিত করে, এক লক্ষ টাকা উপার্জনের প্রশান্তিকরনের জন্য আজ পঞ্চায়েত গুলোতে আবেদন from.প্রদান করা হয়। সিপাঝরের পঞ্চায়েত অফিসে সকাল থেকেই মহিলারা সকলে বুকে আসার স্বপ্ন নিয়ে নিজের ঘর ছেড়ে পঞ্চায়েত অফিসে উপস্থিত হয়ে আবেদনপত্র গ্রহণ করে । সিপাঝারের চেঙ্গুলিয়াঝাড় গ্রাম পঞ্চায়েতে এই ফর্ম বিতরণ কার্য আরম্ভ হয়। পঞ্চায়েত গুলো আত্ম সহায়ক বোর্ডগুলো মহিলা সকলকে লাখপতি দিদি হওয়ার জন্য শৃঙ্খলা বদ্ধ ভাবে আবেদন পত্রগুলো গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এই উন্নয়ন খণ্ডতে উপস্থিত ছিলেন উন্নয়ন বিষয়ের আধিকারিক মদন বর্মন । তিনি বলেন , সকল মহিলারা মহিলাদের সুবিধা অসুবিধা খবর নিয়ে অসমের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্য সকল মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন । #assam #assamesenews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?