শহর জুড়ে চলছে তীব্র দাবদহ ও লু
বাড়ি থেকে বের হতে গিয়ে হাসফাঁস অবস্থা সকলের। সোমবার সকালের দিকে তাপমাত্রার পারদ ছিল তুঙ্গে, যা এদিন ৩৫° লক্ষ্য করা যায় পরে দুপুর গড়াতে না গড়াতেই বিকেল তিনটে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা এসে দাঁড়ায় ৪১° সেন্টিগ্রেডে। আর এই প্রবল দাবদহ থেকে রক্ষার জন্য অনেকেই ছাতা টুপি ব্যবহারের সাথেই সানস্ক্রিন লোশন লাগিয়ে রোদ চশমা পরে মুখ শুদ্ধ কাপড়ের ঢেকে বের হচ্ছে জরুরি কাজে। ইতিমধ্যেই স্কুল ছুটির ঘোষণা করে দিয়েছে বেশ কয়েকটি স্কুল। মূলত তীব্র দহকের লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই তীব্র দাবদহ থাকবে বেশ কয়েকদিন ধরে। আর তা থেকে রেহাই পেতে বাড়ি থেকে বের হলেও অনেকেই খুব বেশি দাম দিয়ে ডাবের জল খরিদ করছে, অনেকেই আবার আখের রস খেয়ে নিচ্ছে এই তীব্র ধাবুদাহ কাটিয়ে তোলার জন্য। অনেকেই আবার শরীরকে একটু সতেজ রাখার জন্য ওআরএসের মতো করে রাস্তার মোড়ে থাকা নিবু পানির স্টলে পৌঁছে, খরিদ করে নিচ্ছে নুন লেবু চিনি মিশ্রিত শরবত, তবে সে সবকিছুকে ছাপিয়ে এখন ঠান্ডা পানীয়র দোকানে ভিড় জমছে প্রতিনিয়তই। রানীগঞ্জের ঠান্ডা পানি ওর দোকানগুলিতে ব্যাপক ক্রেতা খরিদ করে নিচ্ছে শরবত তৈরীর বিভিন্ন স্কোয়াস থেকে শুরু করে আইসক্রিম কোলড্রিংস সহ দই লস্যির পাউচ। বিক্রেতার জানিয়েছেন শরবত তৈরীর সামগ্রীর সাথে অনেক বেশি খরিদ করছে ক্রেতারা। #youtube #summer #summerseason #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?