Nadia : "বাগানে আম নেই" হতাশায় বাগান শ্রমিকরা : U Bangla TV

Nadia : "বাগানে আম নেই" হতাশায় বাগান শ্রমিকরা : U Bangla TV

May 16, 2024 - 18:28
 0  10

একটা সময় নদীয়ার শান্তিপুর শহর তথা শান্তিপুর থানা এলাকায় প্রচুর আমবাগান ছিল। পরিবেশ কর্মীদের আন্দোলন সত্ত্বেও বহু আম বাগানের গাছ কেটে সেই জমি প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে। তা সত্বেও এখনো শান্তিপুর থানা এলাকায় প্রচুর আমবাগান আছে। শান্তিপুরের হিমসাগর আমের স্বাদ সর্বজনবিদিত। কিন্তু এবছর আম বাগানে আম নেই।শান্তিপুরের হিমসাগর আমের স্বাদ সর্বজনবিদিত। কিন্তু এবছর আম বাগানে আম নেই। আমের মুকুল কম এসেছিল, যেটুকু ছিল সেটাও রৌদ্র তাপে নষ্ট হয়েছে।অকাল বৃষ্টি এবং অন্যাবৃস্তিই মূল কারণ ফলন না হওয়ার এমনটাই মত বাগান মালিক এবং আড়ৎদার দের।তবে শান্তিপুরের অর্থনীতির সাথে আমবাগান ও অতোপ্রোতো ভাবে জড়িত। কিন্তু এবছর বাগানে আম না থাকায়, শান্তিপুর এলাকার কয়েক হাজার মানুষের কাজ হারালো। আম রাখার বাঁশের ঝুড়ির চাহিদা ও নেই। সব মিলিয়ে অনেকটা আর্থিক ক্ষতি বাগানের মালিকসহ বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকদের।, যেটুকু ছিল সেটাও রৌদ্র তাপে নষ্ট হয়েছে। বাগান মালিক দের অনুমান আগামীর বাজারে জামাই ষষ্টি তে আমের বাজার ১০০টাকা প্রতি কেজিতে বাজারে বিক্রি হবে।তবে বর্তমানে ৫০০টাকা দিন মুজুড়িতে কাজ করচ্ছেন সুদূর মালদা থেকে আশা শ্রমিকরা। প্রতিবছর ৩০-৪০জন কাজে আসলেও এবছর ফলন কম হওয়ায় ১২-১৫ জন কাজে এসেছেন। #nadia #nadianews #santipur #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow