Malda : অসহায় পরিবারের পাশে মালদার জেলাশাসক
বাবলু হক জম্ম থেকে অন্ধ৷ শুধু তিনিই নন, তাঁর বোন ইসমেতারা খাতুন, দুই ছেলে ইমরান ও সোলেমান, এমনকি একমাত্র মেয়ে সাবিনা খাতুনও জন্মের পর থেকে অন্ধ। চোখে দেখতে না পাওয়ায় তাঁরা কোনও কাজও করতে পারেন না৷ ভিক্ষাবৃত্তি করেই চলত জীবন। সরকারি কোন সাহার্য্য তাদের দুয়ারে পৌছায়নি এখনো অব্দি। সেই পরিবারকে দুয়ারে সরকার নিয়ে পৌঁছালো মালদার জেলা শাসক নীতিন সিংহনিয়া। প্রশাসনিক কর্তারা জেলার ১৫টি ব্লকের প্রত্যন্ত অঞ্চলে সরকারি সুবিধা নিয়ে হাজির হচ্ছেন। হঠাৎই জেলাশাসকে নজরে আসে এই বাবলু হকের পরিবার, তিনি জানতে পারেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত এই পরিবার। তড়িঘড়ি সরকারি সুবিধা প্রদানের ব্যবস্থা করা হল এই অন্ধ পরিবারকে।প্রতিবন্ধী ভাতা, পাকা বাড়ি, বাড়িতে স্থায়ী টয়লেট, চোখের যাবতীয় চিকিৎসারও ব্যবস্থা করা হয় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে। শুধু তাই নয় বিদ্যুতের মিটারে যান্ত্রিক ত্রুটির জন্য দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল শেখ বাবলুর বাড়ি। জেলাশাসক জানতে পেরে দুই দিনের মধ্যে নতুন করে বিদ্যুৎ সংযোগের আশ্বাস দেন। বকেয়া বিলের অর্ধেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুকুব করবেন এবং বাকি অর্ধেক জেলা শাসক নিজস্ব উদ্যোগে মিটিয়ে দেবেন বলে জানান। প্রশাসনের তরফ থেকে পরিবারের হাতে কিছু বস্ত্র এবং স্বনির্ভর হওয়ার জন্য কিছু মুরগির বাচ্চাও পালন করতে দেওয়া হয়। #youtube #maldanews #malda #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?