রাশিয়ার হুমকি মোকাবিলায় ‘নজিরবিহীন’ মহড়ার প্রস্তুতি ন্যাটোর
রাশিয়ার হুমকি মোকাবিলায় ‘নজিরবিহীন’ মহড়ার প্রস্তুতি ন্যাটোর
সোমবার থেকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় রাশিয়াকে সামরিক শক্তি প্রদর্শন করতেই এই মহড়া শুরু হচ্ছে। মহড়ায় অংশ নিতে বিমান বাহিনীর ১০ হাজার সদস্য জার্মানিত সমবেত হয়েছে। রাশিয়াকে শক্তি দেখাতেই এই মহড়া করতে যাচ্ছে ন্যাটো। আগামী ১২ থেকে ২৩ জুলাই পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হবে। এতে ২৫টি দেশের ২৫০টি বিমান অংশ নিচ্ছে। দুই হাজার এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য এবং ১০০টি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যামি গুটম্যান বার্লিনে সাংবাদিকদের বলেছেন, ন্যাটোতে আমাদের মিত্র বাহিনীর তৎপরতা বাড়ানো এবং মস্কোর প্রতিক্রিয়ার অংশ হিসেবে হিসেবে মহড়ার প্রস্তুতি চলছে।’ এই মহড়া আয়োজনে কয়েক বছর ধরেই পরিকল্পনা করে আসছিল ন্যাটো। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর তা স্থগিত হয়ে যায়। এদিকে ন্যাটোর বাইরের রাষ্ট্র হিসেবে সুইডেন ও জাপান বৃহত্তর মহড়ায় অংশ নিচ্ছে। #newstoday #current_affairs #newsvideo #nato #urope #ukraine #jarmani #russia @ubanglatvofficial
What's Your Reaction?