Nadia | শান্তিপুর সূত্রাগড়ের গার্লস হাইস্কুলেও সাইন্সের প্রদর্শনী | U Bangla TV
Nadia | শান্তিপুর সূত্রাগড়ের গার্লস হাইস্কুলেও সাইন্সের প্রদর্শনী | U Bangla TV
রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়াম থেকে সাইন্সের উপরে শেখানো হচ্ছে বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা। এদিন ঠিক একই ভাবে নদীয়ার শান্তিপুর সূত্রাগড়ের গার্লস হাইস্কুলেও সাইন্সের উপর প্রদর্শনীর আয়োজন করে বিল্লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়ামের পক্ষ থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এই মোবাইল ভ্যানে রয়েছে কুড়িটি মডেল, যেখানে ছাত্রীদের প্রাকটিক্যাল ভাবে সাইন্সের উপর পরীক্ষা শেখানো হচ্ছে। তবে ছাত্রীদের শেখার জন্য আগ্রহ রয়েছে যথেষ্টই। ২০২০ সালে এই মোবাইল ফ্যানটি একবার এসেছিল বিদ্যালয়ে, কিন্তু করোনার জন্য দু'বছর পিছিয়ে যায়। যদিও এত সংখ্যক ছাত্রীদের নিয়ে কলকাতা যাওয়া সম্ভব নয়, তাই বিদ্যালয় থেকেই সাইন্সের উপর পরীক্ষা শেখানোর ক্ষেত্রে খুবই উপযোগী বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা। অন্যদিকে সাইন্সের উপর গবেষণার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবকরা, এছাড়াও খুশি ছাত্রীরাও। @ubanglatvofficial
What's Your Reaction?