Tripura : মৃত ষাঁড়কে কীর্তনের মাধ্যমে মিছিল করে সমাধিস্থ করল চাবাগানের শ্রমিকরা
কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের জয়পুর লেদিয়াছড়া চা বাগানে দেখা গেল এক অদ্ভুদ কান্ড, মৃত ষাঁড়কে কীর্তন করে সমস্ত গ্রাম পরিক্রমা করে সমাধিস্থ করল বাগানের শ্রমিকরা। গত সাত আট বছর থেকে লেদিয়াছড়া চা বাগান সহ জয়পুর এলাকায় একটি ষাঁড়কে দেখা যেত। খুবই শান্ত স্বভাবের ষাঁড়টি লেদিয়াছড়া চা বাগান সহ বৃহত্তর জয়পুর এলাকায় নন্দী মহারাজ নামে পরিচিত ছিল। বাগানের প্রত্যেক বাড়িতে তার অবাধ বিচরন ছিল। গত কিছু দিন থেকে নন্দী মহারাজ অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে নন্দী মহারাজের হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বিকেলবেলা মৃত্যু হয়। তার এই মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। এর পর সিদ্ধান্ত নেওয়া হয় মৃত নন্দী মহারাজকে নিয়ে নগর পরিক্রমা করে সমাধিস্থ করা হবে । নগর পরিক্রমাতে অংশগ্রহণ করেন কয়েকশতাধিক ভক্তরা। এই নন্দী মহারাজের মৃত্যুতে সবাই মর্মাহত ওনার আত্মার চির শান্তি কামনা করে শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?