Tripura | নেশার হেরোইন পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার তিন নেশা কারবারি | U bangla TV

Tripura | নেশার হেরোইন পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার তিন নেশা কারবারি | U bangla TV

Nov 4, 2023 - 15:19
 0  9

নেশার হেরোইন পাচার করতে গিয়ে বাইক সহ সিপাহীজলা ত্রিপুরা জেলা  বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতার তিন কুখ্যাত নেশা কারবারি। পুলিশ দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আরেক নেশা কারবারি। শুক্রবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে  বিশালগড় থানার ওসি তাপস দাস জানান, উনার কাছে গোপন খবর আসে কড়ুইমুড়া এলাকায় রাতে নেশার হেরোইন বিক্রি করার উদ্দেশ্যে নেশা কারবারিরা কড়ুইমুড়া বাজারে আসছে। সেই খবর পেয়ে বিশালগড় থানার ওসি ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা কড়ুইমুড়া বাজারে নেশা কারবারিদের ধরার জন্য উৎ পেতে বসে থাকেন। পুলিশের গোপন খবর অনুযায়ী  সঠিক সময়ে TR07D5066 নাম্বারের একটি পালসার বাইক নিয়ে দুই নেশা কারবারি আসে। অন্যদিকে,অপর দুই নেশা কারবারি ও নেশার হেরোইন বিক্রি করার উদ্দেশ্যে একই জায়গাতে আসে। আর ঠিক সেই সময় চতুর্দিক দিক থেকে ঘেরাও করে নেশা কারবারিদের জালে তুলতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস  জওয়ানরা। পুলিশ ধৃত নেশা কারবারিদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইনের একটি প্যাকেট,১২০ টি ব্রাউন সুগারের কন্টেনার,নগদ অর্থ ৮,৪৯৫ টাকা সহ একটি রেশন কার্ড উদ্ধার করে। কিন্তু, হঠাৎ পুলিশের চোখে ধুলো দিয়ে এক নেশা কারবারি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু, সেই নেশা কারবারির বাইকটি পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।  গ্রেফতার হওয়া তিন কুখ্যাত নেশা কারবারিদের নাম হলো- ১.মোরশেদ আলম, পিতার নাম, ফাহিম মিয়া, বাড়ি,রতন নগর বোর্ডিং পাড়া, ২.আক্তার হোসেন, পিতার নাম- আবু তাহের, বাড়ি, চড়িলাম উত্তরমুড়া, ৩.রতন সূত্রধর, পিতার নাম, মৃত রোহিনি সূত্রধর, বাড়ি, কড়ুইমুড়া ৪. পালিয়ে যাওয়া নেশা কারবারির নাম- নাসির আহমেদ, পিতার নাম, কিসমত আলী, বাড়ি, বিশালগড় নোওয়াপাড়া । ধৃত নেশা কারবারিদের বিরুদ্ধে  বিশালগড় থানার পুলিশ 111/2023 ভারতীয় দণ্ডবিধি 23(b)/25/27A/29 of NDPS ধারায় মামলা গ্রহণ করেছে। আজ তথা শনিবার গ্রেফতার তিন নেশা কারবারিদের বিশালগড় আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি পালিয়ে যাওয়া নেশা কারবারিকে গ্রেফতার করতে ময়দানে নেমেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow