Purba Burdwan : নববর্ষে বাঙালির ঐতিহ্য ক্রমশ হ্রাসমান ?

Apr 13, 2023 - 18:49
 0  4

বাংলা নববর্ষের বাঙালি রীতিনীতির সঙ্গে যেমন একদিকে হালখাতা সম্পৃক্ত তেমনই সম্পৃক্ত বাংলা ক্যালেন্ডার। নববর্ষের সন্ধ্যায় পরিচিত দোকানে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নেওয়ার সেই দৃশ্য বাঙালির এক অনবদ্য সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কালের নিয়মে সেই দৃশ্যই গত কয়েক বছর ধরে ক্রমশ হ্রাসমান। বিশেষ করে মোবাইল সর্বস্ব এই দুনিয়ায় ক্যালেন্ডারের চাহিদা আজ তলানিতে। করোনা পর্বের পর বহু ব্যবসায়ী যারা দীর্ঘদিন ঐতিহ্য মেনে পয়লা বৈশাখের সন্ধ্যায় নিজের খরিদ্দারের মিষ্টি আর ক্যালেন্ডার দিত তারাও অর্থনৈতিক কারনে সে সব বন্ধ করে দিয়েছে। যে কজন এখনও সেই ধারা বজায় রেখেছে তারাও তা ক দিন চালিয়ে যাবে সে নিয়ে ঘোর সন্দেহ। যেভাবে সময়ের বিবর্তনে বাঙালি ঐতিহ্যের বিলীন হচ্ছে তাতে আগামীদিনে বাংলা ক্যালেন্ডার হয়তো নস্টালজিয়ায় পরিণত হবে। #youtube #purbobardhman #bengalinewyear #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow