জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ‘কাবেরী অন্তর্ধান" @ubanglatvofficial

জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ‘কাবেরী অন্তর্ধান" @ubanglatvofficial

Aug 17, 2024 - 16:30
 0  2

৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’। অন্যদিকে জোড়া জাতীয় পুরস্কার এল অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’র ঝুলিতে। সেরা প্রোডাকশন ডিজাইন এবং রূপটানের জন্য জাতীয় মঞ্চে জোড়া শিরোপা পেল ‘অপরাজিত’।কোভিডের কারণেই দু বছর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে যায়। সেই প্রেক্ষিতেই ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যেই প্রতিযোগিতা হয়েছে। ‘অপরাজিত’ এবং ‘কাবেরী অন্তর্ধান’ ছবির হাত ধরে বাংলা সিনে ইন্ডাস্ট্রির ঝুলিতে এল একাধিক জাতীয় পুরস্কার। অন্যদিকে বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির লড়াইয়ে বক্স অফিসের পাশাপাশি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চেও এগিয়ে রইল দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি।ব সিনেইন্ডাস্ট্রিকে পিছনে ফেলে মালয়ালি সিনেমা ‘আত্তম’ জিতে নিল সেরা সিনেমার শিরোপা। শুধু তাই নয়, সেরা অভিনেতার পুরস্কারও গেল ‘কান্তারা’ নির্মাতা তথা অভিনেতা ঋষভ শেট্টির হাতে। ‘কান্তারা’র ঝুলিতে এল একাধিক জাতীয় পুরস্কার। সেরা পপুলার ছবির পাশাপাশি সেরা অভিনেতার পুরস্কারও জিতলেন ঋষভ শেট্টি। গতবার এই পুরস্কার জিতেছিলেন আল্লু অর্জুন। ‘পুষ্পা’ সিনেমার জন্য। এবারও জাতীয় পুরস্কারের রাশ টেনে রাখল দক্ষিণী ইন্ডাস্ট্রিই। সেরা অভিনেত্রীর পুরস্কারও গেল দক্ষিণের ঝুলিতেই। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow