মাদক ব্যবসায়ীদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে আগরতলা উদ্ধার লক্ষাধিক টাকার মাদক
মাদক ব্যবসায়ীদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে আগরতলা শহরের গোয়ালাবস্তি এলাকা। দুদিন পরপরই আগরতলা গোয়ালাবস্তি এলাকা থেকে বাজেয়াপ্ত হচ্ছে প্রচুর পরিমাণ মাদক সামগ্রী। আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম টুনটুন রায়। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের কাছে খবর এসেছিল আগরতলা গোয়ালাবস্তি দিল্লি পাবলিক স্কুল এলাকায় মারন নেশা ড্রাগস পেডলারদের মধ্যে মাদক সামগ্রী আদান-প্রদান হবে। এই খবর পাবার পরেই আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ এবং মহিলা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে সহ এক বিরাট পুলিশ বাহিনী আগরতলা গোয়ালাবস্তি দিল্লি পাবলিক স্কুল সংলগ্ন এলাকায় সাদা পোশাকে বসে থাকেন । এমন সময় টুনটুন রায় নামে এক কুখ্যাত নেশা কারবারি সেখানে হাজির হয় এবং অন্য এক ব্যক্তির সাথে মাদক সামগ্রী লেনদেন করতে শুরু করে। সেই মুহূর্তে পুলিশ সেখানে তাদের ধরতে অভিযান চালালে এক মারন নেশা ড্রাগস পেডলার পালিয়ে যেতে সক্ষম হয়। এবং ঘটনাস্থল থেকে আটক করা হয় টুনটুন রায় নামে এক কুখ্যাত নেশা কারবারিকে। তার কাছ থেকে ৩০০ কৌটো মারন নেশা ব্রাউন সুগার সহ এক হাজারেরও বেশি খালি মারন নেশা ব্রাউন সুগারের কৌটো উদ্ধার করা হয়েছে। কুখ্যাত নেশা কারবারি টুনটুন রায়কে পুলিশ গ্রেফতার করে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় এনে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম প্রমোদ সিং। তাকেও গ্রেফতার করার জন্য পুলিশ তল্লাশি জারি রেখেছে।ধৃত টুনটুন রায়ের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে জানিয়েছে পুলিশ |
What's Your Reaction?