রক্তদান একটি নি:স্বার্থ কাজ! যা জীবন বাঁচাতে সাহায্য করে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা

Apr 14, 2023 - 00:42
 0  12

বৃহষ্পতিবার আগরতলা হাঁপানিয়া ড: বি.আর.আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালে সোসাইটি অফ ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড আম্বেদকর টিচিং হসপিটাল এবং ত্রিপুরা মেডিকেল এন্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘের যৌথ উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাক্তার প্রমোতেশ রায় ,ড: বি.আর. আম্বেদকর মেডিকেল কলেজের সুপার জয়ন্ত পোদ্দার সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,রক্তদান একটি নি:স্বার্থ কাজ,যা কারোর জীবন বাঁচাতে সাহায্য করে।প্রয়োজনে কাউকে সাহায্য করার জন্য রক্তদান সবচেয়ে ইতিবাচক উপায়গুলির মধ্যে একটি বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। #tripura #maniksaha

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow