গুয়াহাটি প্রেস ক্লাবে জ্যোতিষ শিক্ষার বইয়ের উদ্বোধন
গুয়াহাটিতে চার জ্যোতিষীর লেখা 'জ্যোতিষ শিক্ষা শিরোমণি-জ্যোতিষ বেদার্ণব' নামে একটি বই গুয়াহাটি প্রেসক্লাবে লঞ্চ করা হয়েছে। বইটি প্রকাশ করেছে গায়ত্রী প্রকাশন এবং লিখেছেন গোপাল দেব শর্মা, লঙ্কেশ্বর দেব শর্মা, বিপুল শর্মা এবং মিলন বারদোলাই। বইটি চালু করেন ‘বিশুদ্ধ সম্পূর্ণ ক্যালেন্ডার’-এর মালিক ডঃ প্রবোধ শর্মা। রাজেন ভট্টাচার্য এই বইয়ের উদ্বোধন করেন এবং সদাও আসাম জ্যোতিষ সভার মুখ্য সচিব কীর্তিরঞ্জন শর্মা, বাস্তু বিশেষজ্ঞ আসাম জ্যোতিষ সভার ডিরেক্টর ডঃ অনিল বড়ুয়া এবং লেখক অতুল তামুলি বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাচারী জবা সাতরার বিষ্ণু প্রসাদ গোস্বামী ফানুস জ্বালিয়ে সভা শুরু করেন এবং পিংকু গোস্বামী শর্মা সরস্বতী বন্দনা পরিবেশন করেন।
গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট, ইউ বাংলা টিভি।
What's Your Reaction?