মন ছুঁলেন জাডেজার স্ত্রী

মন ছুঁলেন জাডেজার স্ত্রী

Jun 1, 2023 - 19:05
 0  31

পঞ্চমবার আইপিএল খেতাব জয় করল চেন্নাই সুপার কিংস। তবে ফাইনাল ম্যাচে রবীন্দ্র জাদেজা না থাকলে চেন্নাইয়ের পক্ষে জয়টা বেশ কঠিন হয়ে যেত।তিনি মাত্র ৬ বলে ১৫ রান করেন এবং অপরাজিত থাকেন। তবে আইপিএল ফাইনালের পর আলাদাভাবে নজর কেড়ে নিলেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা।চেন্মাই জয়ের পরই গ্যালারি থেকে সোজা মাঠে ছুটে আসেন রিভাবা। এরপর আলিঙ্গন করে শুভেচ্ছা জানান জাদেজাকে ।জামনগর উত্তরের বিধায়ক রিভাবার আচরণে মুগ্ধ নেটজগৎ। জাদেজার স্ত্রী কিন্তু নিজের জগতে অত্যন্ত সফল ।মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী রিভাবা এক সময় রাজস্থানের করনি সেনার হয়ে কাজ করতেন। পরবর্তীকালে BJP-তে যোগ দেন তিনি। রাজনীতির ময়দানে ও তিনি অত্যন্ত সফল। এত সফল ব্যক্তিত্ব হয়েও আড়ম্বরহীন জাডেজার স্ত্রীকে দেখে নেটপাড়া বলছে,কোনও দেখনদারি নেই। শুধু রয়েছে ভালোবাসা। তার এই আচরণে মুগ্ধ সকলে। #ipl2023 #jadeja #csk #bjp  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow