জাতীয় স্তরের তাইকুন্ডু প্রতিযোগিতায় সোনা জিতলেন বলরামপুরের প্রতিযোগী
রাজস্থানের কোটাতে অনুষ্ঠিত ৫ ম বর্ষ জাতীয় স্তরের ক্যাডেট ক্যুরোগী অ্যান্ড পুমসে তাইকান্ডু প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাড়ি ফিরলো বলরামপুর তাইকান্ডু অ্যাকাডেমির প্রতিযোগিরা। গত শনিবার বিকালে বলরামপুর কৃষক বাজারে পুরুলিয়া জেলার তাইকান্ডু অ্যাকাডেমির পক্ষ থেকে বিজয়ীদেরকে সংবর্ধনা দেওয়া হলো। জানা গেছে রাজস্থানের কোটাতে অনুষ্ঠিত জাতীয় স্তরের তাইকান্ডু প্রতিযোগিতায় বলরামপুরের আট জন প্রতিযোগি বিজয়ী হয়। তাদের মধ্যে শিক্ষা জয়সোয়াল স্বর্ণ পদক, রাজা তন্তুবায় রোপ্য ও বাকি ছয় জন ব্রোঞ্জ পদক জয় লাভ করে। প্রতিযোগিতায় ৮ থেকে ১২ বছর আর ক্যাডেট ১২ থেকে ১৪ বছর বয়সী মোট ৬০জন কিশোর কিশোরী পশ্চিমবঙ্গ থেকে নানান বিভাগে অংশ গ্রহণ করেছিল যার মধ্যে বলরামপুরের আট জন প্রতিযোগি ছিল বলে জানা গেছে। দলের প্রশিক্ষক হিসেবে প্রতিযোগীদের সাফল্যে রাকেশ কুমার ও বিশ্বনাথ কুমার থেকে শুরু করে খুশি এলাকাবাসী সহ অভিভাবক অভিভাবিকারা। #youtube #rajasthan #rajasthannews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?