Jalpaiguri : প্রতিবেশী দেশের দমকল ইঞ্জিনের সহযোগিতায় রক্ষা পেল এদেশের গোটা বাজার
Jalpaiguri : প্রতিবেশী দেশের দমকল ইঞ্জিনের সহযোগিতায় রক্ষা পেল এদেশের গোটা বাজার
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল তিনটি দোকান। তবে পার্শ্ববর্তী দেশ ভুটানের দমকলের ইঞ্জিনের সহযোগিতায় বড়সড় দুর্ঘটনা রক্ষা পেল ভারত-ভুটান সীমান্তের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারাহাট ব্লকের ভারত- ভুটান সীমান্তের চামুর্চি চেকপোস্ট এলাকায়। স্থানীয় সূত্রে খবর আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি দোকানের মধ্যে একটি দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এরপর প্রাথমিকভাবে এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বাসিন্দারা পার্শ্ববর্তী দেশ ভুটান ও ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দিলে একটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, ভারত ভুটান সীমান্তের এই এলাকা থেকে দমকল কেন্দ্র অনেক দূরে থাকায় সময়মতো ইঞ্জিন এসে পৌঁছোতে পারে না। আর এই কারণেই বানারহাটে দমকল কেন্দ্র তৈরির দাবি করেন ভুটান সীমান্তের বাসিন্দারা। তবে কিভাবে আগুন লেগেছে সেটি এখনো পরিষ্কারভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। #news #newstoday #bhutan #india #jalpaiguri #dhupguri #firebrigade @ubanglatvofficial
What's Your Reaction?