বিশ্বের সবচেয়ে ছোট রেস্তোরাঁ।
বিশ্বের সবচেয়ে ছোট রেস্তোরাঁ।
চোখধাঁধানো আলোকসজ্জা, মোমবাতির আলোয় উজ্জ্বল আঙিনা। পরিবেশের অপরুপ সৌন্দর্যের মাঝে রুপোলি কিছু ঘণ্টা। মাত্র দুজন অতিথির জন্য পরিপাটি করে গোছানো টেবিল। ইতালির ‘সোলো পার দুয়ে তথা শুধু দুজনের জন্য’ রেস্তোরাঁটি । তবে অন্য দু-চারটি রেস্তোরাঁর মতো নয়। তবে সেটা কেবল তার ছোট আকারের জন্যই নয়,এটি একটি ব্যয়বহুল জায়গার জন্য ও বেশ পরিচিত। এখানে দুজনের একবেলার খাবারের দাম পড়বে ৫৩৭ ডলার। শ্যাম্পেন, দামি ফুলের সজ্জার জন্য অতিরিক্ত খরচ হয়।পাশাপাশি অতিথিদের জন্য একটি প্রাচীন রোমান ভিলার দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে এই রেস্তোরাঁয়।রেস্তোরাঁটির মালিকদের দাবি, শুধু ইতালি নয়, গোটা বিশ্বের মধ্যেও এটি সবচেয়ে ছোট্ট রেস্তোরাঁ।
রোমাঞ্চকর অভিজ্ঞতা ও সুস্বাদু খাবারের জন্য আদর্শ জায়গা এই রেস্তোরাঁ। সারা বছরই এখানে মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা থাকে। তবে খাবারের নির্দিষ্ট কোনো মেনু নেই এখানে। অতিথিদের স্বাদ ও পছন্দ অনুযায়ী খাবার প্রস্তুত করে সরবরাহ করা হয়।
রোমের উত্তরে ভাকোনে গ্রামের কাছে বিংশ শতাব্দীতে পাথরে তৈরি ম্যানশনকে রেস্তোরাঁয় রূপ দেওয়া হয়েছে। ছোট্ট খাবারের কক্ষটির আকার ৫০০ বর্গফুটের কম। #story #current_affairs #worldaffairscurrentaffairs #smallest #restaurant #unknownfacts @ubanglatvofficial
What's Your Reaction?