আকাশ ছোঁয়া আনাজের মূল্য, ক্ষুব্ধ ক্রেতারা, কবে কমবে সবজির দাম ?

আকাশ ছোঁয়া আনাজের মূল্য, ক্ষুব্ধ ক্রেতারা, কবে কমবে সবজির দাম ?

Jul 21, 2023 - 11:57
 0  2

"আকাশ ছোঁয়া আনাজের মূল্য, ক্ষুব্ধ ক্রেতারা, কবে কমবে সবজির দাম ? এই ঝনঝাটের উপায় কি ?" লঙ্কা থেকে টমেটো, পটল থেকে ঢেঁড়শ ছুঁলেই পুড়ছে হাত।প্রায় সবধরণের ভোগ্য পণ্যের লাগামহীন দামে রীতিমত দিশেহারা সাধারণ ক্রেতারা। চড়া দামের ফলে প্রয়োজনের অর্ধেক পণ্যই কিনতে পারছেন না বেশিরভাগ ক্রেতা। আজকাল বাড়ির ছাঁদে, চাষের অভ্যাস দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ছাঁদ চাষের মাধ্যমে আমরা ঘরে বসে তাজা সবজি উৎপাদন করতে পারি। ছোট হাঁড়িতে সহজেই চাষ করা যায় । এছাড়া হাইড্রপনিক সিস্টেম বসিয়ে মাটি ছাড়া চাষ করা যায়। আপনি উত্থাপিত পাত্রে বা পাত্র সহ বারান্দায় গাছপালা বাড়াতে পারেন। আপনার সুবিধামত একটি স্থান নির্বাচন করা উচিত এবং যেখানে আপনি ভাল সূর্যের আলো আশা করতে পারেন। বাগানের আকার আপনার পরিকল্পনা এবং ছাঁদ অথবা বারান্দায় উপলব্ধ স্থানের উপর নির্ভর করে , এই পদ্ধতিটি অর্গানিক farming solution নামেও পরিচিত । বাড়ির ছাঁদে চাষের সুবিধা: আপনি আপনার পছন্দ অনুযায়ী ফসল চয়ন করতে পারবেন। পুরো পরিবারের জন্য বিভিন্ন ধরণের তাজা শাকসবজি এবং ফল উৎপাদন করা যায়। ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে , ফল ও সবজি উৎপাদন করতে পারেন, যা স্বাস্থ্যের জন্যও উপকারী। ইতিমধ্যে অনেকেই ছাঁদ চাষের মাধ্যমে সবজি উৎপাদন শুরু করেছেন এবং তাতে উপকৃত হয়েছেন। তবে পদ্ধতিটি বেশ সময় সাপেক্ষ, ধৈর্য্য শীল ভাবে করতে হবে। #breakingnews #banglanews#marketing #newslive #price #westbengal #kolkatanews #kolkatanewslive #newslive  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow