বিশ্ব পরিবার দিবস ।

May 15, 2023 - 17:44
 0  8

সাফল্য হোক বা ব্যর্থতা। যাদের সঙ্গে আমরা সবার আগে ভাগ করে নিই, কিংবা জীবনের প্রতিটা মুহূর্তে আষ্ঠেপৃষ্ঠে যাঁরা জড়িয়ে থাকেন। তাঁদের নিয়েই তৈরি হয় পরিবার। সমাজ তৈরির সবচেয়ে ক্ষুদ্র এককও বলা যায় পরিবারকে। এই পরিবারের গুরুত্বের কথা মাথায় রেখেই বিশ্বজুড়ে ১৫ ই মে পালিত হয় বিশ্ব পরিবার দিবস।পরিবার হল এমন এক জায়গা যেখানে কোনও ব্যক্তি তাঁর নিজের মানুষগুলির সাহচর্যে দিন কাটান। এক সঙ্গে হাতে হাত মিলিয়ে দৈনন্দিন জীবনযাত্রার সমস্ত ধাপ আঘাত-সংঘাত, দ্বন্দ্ব-মাধুর্যের মুখোমুখি হন। এবং এ সবের মধ্যে দিয়ে জীবনকে উপভোগ করতে শেখায় পরিবার। ১৯৩৩ সালে জাতিসংঘ এই দিনটির ঘোষণা করে তার পর থেকে প্রতি বছর আজকের দিনটি পরিবারের কথা ও পরিবারতন্ত্রের কথা মাথায় রেখে সারা বিশ্বে পরিবার দিবস হিসেবে পালিত হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow