বিপুল পরিমাণে এটিএম কার্ড উদ্ধার
মালদার রতুয়াতে দুই নম্বর ব্লকের মহারাজপুর এলাকায় বিপুল পরিমাণে এটিএম কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক পুকুরের পাড় থেকে প্রায় এক বস্তা এটিএম কার্ড উদ্ধার হয়েছে এমনটাই জানাচ্ছে স্থানীয়রা। এই এটিএম কার্ড কিভাবে এলাকায় পৌঁছল, ব্যাংক কর্তৃপক্ষ বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা। মালদার রতুয়া ২ ব্লকের অন্তর্গত মহারাজপুর এলাকায় অবস্থিত বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর একটি শাখা। এই এটিএম কার্ড এখনো বাতিল হওয়ার সময়সীমা বাকি রয়েছে। গ্রাহকদের নামে তৈরি হওয়া এই এটিএম কার্ড কি করে ফেলে দিল সে নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। গোটা ঘটনায় বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানাচ্ছে, এই এটিএম কার্ড থেকে কোনো গ্রাহকের কোনো ক্ষতি হবে না। তবে ব্যাংকের এটিএম উদ্ধারের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই জানানো হলো। #youtube #malda #maldanews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?