জন্ম দিবসে শ্রদ্ধা বাবাসাহেব ডঃ আম্বেদকার

Apr 14, 2023 - 17:41
 0  7

জাতি ভেদ প্রথার মূলে তার অকুতোভয় কুঠারাঘাত ,আর বৃহত্তম লিখিত সংবিধান ভারতীয় সংবিধান আমাদের দেশের সাধারণের হাতে তার সমর্পিত সর্ববৃহ দান।

আজ ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিনে ইউ বাংলা টিভির পক্ষ থেকে জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা
আর ১৪এপ্রিল ১৮৯১ সালে মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন আম্বেদকার, তিনি একটি দলিত পরিবারে জন্মগ্রহণ করায় সমাজের বৈষম্য খুব কাছ থেকে দেখেছিলেন বলেই আজীবন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন তিনি । তিনি ভারতবর্ষের  স্বাধীনতা আন্দোলনের সাথে ও যোগদান  করেন ।তবে তিনি পিছিয়ে পড়া শ্রেণীর জন্য আমৃত্যু লড়াই করে গেছেন ।১৯২৬ বোম্বাই বিধানসভায় পরিষদের সদস্য হন ।১৯৩৫ তিনি গভর্নমেন্ট ল কলেজে প্রিন্সিপাল পদে নিযুক্ত হন এবং দু'বছর সেখানেই তিনি কর্মরতন ছিলেন , পরবর্তীতে ১৯৩৬ সালে ইন্ডিপেন্ডের লেবার পার্টি প্রতিষ্ঠা করেন সাধারণ পিছিয়ে পড়া মানুষদের কথা বলতো ,১৯৩৭ বিধানসভা নির্বাচনে 15 টি পদে জয় লাভ করেন। বি.আর আম্বেদকর ভারতবর্ষকে আলাদা নজরে দেখতেন তিনি চেয়েছিলেন অবিচ্ছিন্ন ভারতবর্ষকে স্বাধীন হিসেবে দেখতে । আমাদের কাছে আজও তিনি সংবিধানের স্রষ্ঠাবলেই অধিক পরিচিত । ১৯৪৭ এর ১৫ ই আগস্ট ভারত স্বাধীন ঘোষণা হওয়ার পর বি.আর আম্বেদকর ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী, এবং তিনি ভারতবর্ষের জন্য নতুন আইন রচনা করেন। ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারতের সংবিধান হিসেবে সারা দেশে ঘোষণা করা হয় তার রচিত সংবিধান। আজকের দিনটা ভারতবাসী আম্বেদকরের জন্মবার্ষিকী হিসেবে সারা দেশে পালন করে থাকে । #youtube #ambedkar #birthday #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow