West Bengal : বন বিভাগের উদ্যোগে পদ্মা নদীতে বিলুপ্তপ্রায় প্রাণী ঘড়িয়াল : U Bangla TV

West Bengal : বন বিভাগের উদ্যোগে পদ্মা নদীতে বিলুপ্তপ্রায় প্রাণী ঘড়িয়াল : U Bangla TV

Feb 25, 2024 - 14:00
 0  3

পশ্চিমবঙ্গ সরকার ও বন-বিভাগের উদ্যোগে পদ্মা নদীতে বিলুপ্তপ্রায় প্রাণী ঘড়িয়াল , প্রজনন ও বংশবিস্তারের জন্য সংরক্ষণ করা হলো। সাগরপাড়া থানার সীমান্তবর্তী চর কাকমারী পদ্মা নদীতে ঘড়িয়াল ছাড়া হল। কুমিরের মত দেখতে এই প্রাণী নদীতে ছাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর কাকমারী সীমান্তের পদ্মা নদীতে সরকারী উদ্যোগে ঘড়িয়াল ছাড়া হল। শনিবার সকালে স্থানীয় প্রশাসন,বিএসএফ আধিকারিক,বিডিওর উপস্থিতিতে ৩৭টি ঘড়িয়াল ছাড়া হয়। ঘড়িয়াল বিলুপ্ত প্রায়। তাই তা সংরক্ষণের জন্য পদ্মা নদীতে ছাড়া হল। এদের লম্বা ঠোঁট হয়। পুরুষ ঘড়িয়ালের লম্বা ঠোঁটের আগায় বলের মতন গোলাকার অংশ থাকে, যা ঘড়ার মতন দেখতে হয়,এইজন্য এদের নাম ঘড়িয়াল। এদের প্রজননের সময় শীতকাল। এপ্রিল মাসে মা ঘড়িয়াল নদীর চরে বালির মধ্যে গর্ত করে ডিম পাড়ে। ডিম পাড়ার পর বাঁশার আশেপাশে ডিম পাহারা দেয় মা ঘড়িয়াল। বর্ষার আগে ডিম ফুটে বাচ্চা হয়। এরা সাধারণত মাছ খেতে পছন্দ করে। শীতের সময় নদীর ওপরে উঠে রোদ পোহায়। একটি প্রাপ্ত বয়স্ক ঘড়িয়াল ১০ থেকে ১৮ ফুট লম্বা হয়। এরা সাধারণত হিংস্র প্রাণী নয়। খুব একটা মানুষকে আক্রমন করে না। অবিকল কুমিরের মত দেখতে হওয়ায় অনেকেই কুমির মনে করে আতঙ্কিত হয়ে পড়েছেন। সীমান্তের অনেক মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাই মাছ ধরতে গিয়ে ঘড়িয়ালের হাতে আক্রান্ত হওয়ার ভয় করছে মৎস্যজীবিরা। পাশাপাশি নদীর ধারে চাষ আবাদ করে অনেক চাষী। তাদের মধ্যেও আতঙ্কের ছাপ। যদি নদীর পাড়ে উঠে এসে আক্রমন করে। এই নিয়ে চিন্তায় চাষীরা। সীমান্তের কিছু কিছু মানুষ মনে করছে চোরাচালান রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ভয়ে কেও নদীতে নামতে না পারে। তাহলে চোরাচালান অনেকটাই কমবে বলে মত কিছু মানুষের। এদিন ঘড়িয়াল দেখতে চর কাকমারীর বাসিন্দারা ভিড় জমান পদ্মা নদীর ধারে। চর কাকমারী সীমান্তের পদ্মা নদীর বিভিন্ন এলাকায় মোট ৩৭টি ঘড়িয়াল ছাড়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বন দফতর নদিয়া মুর্শিদাবাদ ডিভিশনের উদ্যোগে এই ঘড়িয়াল গুলো ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধুমাত্র সংরক্ষণের স্বার্থেই উদ্যোগ বলে খবর। #westbengalnews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow