Siliguri : নকল কসমেটিক বিক্রি : U Bangla TV

Siliguri : নকল কসমেটিক বিক্রি : U Bangla TV

Mar 16, 2024 - 19:58
 0  9

নামী কোম্পানির নামে শিলিগুড়ির হংকং মার্কেটে দেদার বিক্রি করা হচ্ছিল নকল কসমেটিক সামগ্রী। বম্বে হাইকোর্টের নির্দেশে শনিবার শিলিগুড়ির হংকং মার্কেটে হানা দিল পুলিশ এবং লিগ্যাল সেল। অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নকল কসমেটিক।অভিযোগ অভিযানের চালানোর সময় কিছু কসমেটিক অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হংকং মার্কেট সহ বিধান কার্মেটেও। জানা গিয়েছে, কিছুদিন আগে বোম্বে হাইকোর্টে একটি কসমেটিক সামগ্রী তৈরির কোম্পানি পিটিশন দায়ের করে। তাদের অভিযোগ, তাদের কোম্পানির নামে বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ির হংকং মার্কেটেও নকল কসমেটিক সামগ্রী বিক্রি করা হচ্ছে। ফলে কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের সঙ্গেও প্রতারণা করা হচ্ছে।এরপরই বোম্বে হাইকোর্ট কোম্পানি এবং আদালতের প্রতিনিধিদলকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর নির্দেশ দেয়। এই নির্দেশের পর শনিবার কোম্পানির সদস্যের সঙ্গে আদালতের প্রতিনিধিদল, শিলিগুড়ি থানা এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের সহযোগিতায় হংকং মার্কেটের কয়েকটি দোকানে পাঁচটি অভিযান চালায়। অভিযানে তিনটি দোকান থেকে কোম্পানির নামে তৈরি নকল কসমেটিক সামগ্রী উদ্ধার হয়েছে। একটি দোকানকে সিলও করে দেওয়া হয়েছে।এই বিষয়ে বোম্বে হাইকোর্টের আইনজীবী জানান, বোম্বে হাইকোর্টের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। তিনটি দোকান থেকে প্রচুর পরিমাণে কোম্পানির নামে তৈরি নকল কসমেটিক সামগ্রী উদ্ধার হয়েছে। অনেক সামগ্রী সরিয়েও ফেলা হয়েছে। এই মামলার আগামী ২৭ তারিখ ফের শুনানি। পরবর্তী আদালত যা নির্দেশ দেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। #siliguri #siligurinews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow