বাজলো ছুটির ঘন্টা,স্বস্তির খোঁজে পাড়ি দিঘায়
বাংলার পর্যটন মানচিত্রে দিঘা একটি বিশেষ নাম। সেই দিঘায় বাড়ছে পর্যটকদের আনাগোনা সংখ্যা। আর পাঁচটা দিনের পাশাপাশি বিশেষ বিশেষ দিনগুলিতে তিল ধারনের জায়গা থাকেনা। সদ্য গিয়েছে পবিত্র ঈদ। তিন দিনের ছুটির পাশাপাশি টানা গরমের ছুটি স্কুল কলেজ। ফলে ভ্রমণ পিপাসুদের কাছে কাছেপিঠে ঘুরে আসার মোক্ষম সময় হয়ে উঠেছে। দিঘার মনোরম পরিবেশে পরিবার প্রিয়জনের সাথে সময় কাটাতে দেরি করতে চাইছে না পর্যটকরা। শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের আনাগোনা কয়েকশ গুন বেড়ে যায় ।
দিঘায় পর্যটকদের আনাগোনা বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহন করে চলেছে। দিঘায় পর্যটকদের বিনোদনের জন্য সরকারি উদ্যোগে নানা পরিষেবা যেমন চালু করা হয়েছে তেমনি পর্যটকদের জন্য দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ ধাম মন্দির, কফি হাউস, পায়ে পায়ে প্রকৃতি দর্শন (Digha Nature Trial) সহ আর অনেক কিছু। রাজ্য সরকারের স্বপ্ন দিঘা হয়ে উঠুক গোয়া।সেই লক্ষ্যে এগিয়ে চলেছে রাজ্য সরকার।যেভাবে দিনে দিনে দিঘার রুপ পরিবর্তন হচ্ছে, পর্যটকদের আনাগোনা বাড়ছে তাতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন পূরণ হবে অচিরেই। #youtube #youtubevideo #digha #dighaseabeach @ubanglatvofficial
What's Your Reaction?