নদিয়া : কৃত্রিম উপায়ে ফুলের চাষ করে মাসে লক্ষ টাকা আয় |
নিজের জমিতে ১০০০ স্কয়ার ফুট জায়গায় যার বেলা ফুলের চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন নদীয়ার যুবক উজ্জ্বল দেবনাথ। হাতে শিক্ষার ডিগ্রি নিয়ে বর্তমানে কি কাজ করবেন তা ভেবেই দিশেহারা যুবক-যুবতীরা। অনেকে আবার পড়াশোনা করে কৃষি কাজ করবে এটা ভাবতেও পারে না। কিন্তু কৃষি মানেই ধান পাট চাষ নয়, কৃত্রিম উপায়ে আরো অন্য চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তার উদাহরণ নদীয়ার এই যুবক। নদীয়ার শান্তিপুর থানার চাঁদড়া এলাকার যুবক উজ্জ্বল বিশ্বাস। তিনিও উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর কোন কাজ না পাওয়াই হতাশ হয়ে পড়েছিলেন। জারবেলা ফুলের চাষের সন্ধান পেয়ে এ বিষয়ে চর্চা করতে থাকেন। অবশেষে পুনে থেকে জারবেড়া ফুলের চারা এনে নিজের জমিতেই দশ হাজার স্কয়ার ফুটের চাষ করতে শুরু করেন তিনি। তিনি ১০ হাজার স্কয়ার ফুটের উপর একটি গ্রীন হাউজ তৈরি করেন। যেখানে শীততাপ নিয়ন্ত্রিত থাকবে। এরপরই শুরু করেন জারবেরা ফুলের চাষ। অনুকূল পরিবেশ কৃত্রিম উপায়ে তৈরি করে নদীয়াতে ও চাষ হচ্ছে জারবেলা ফুলের।
What's Your Reaction?