পঞ্চায়েত নির্বাচনের মুখে স্বপ্নপূরন উত্তর ও দক্ষিণ কামসিং এর বাসিন্দাদের
পঞ্চায়েত নির্বাচনের মুখে স্বপ্নপূরণ হতে চলেছে উত্তর ও দক্ষিন কামসিং এলাকার বাসিন্দাদের।প্রায় ১২ হাজার মানুষ বাঁশের সাঁকো পেরিয়ে ব্লক অফিস,জেলা শহরের সঙ্গে যোগাযোগ রাখতেন। বিপাকে পড়তো ছাত্র ছাত্রীরাও । অবশেষে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে এলাকায় দুটি জয়েজ ব্রিজ তৈরির কাজ চলছে। আজ ওই এলাকা পরিদর্শনে যান জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা ও আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। তারা ওই এলাকা ঘুরে বাশের সাকো দুটি দেখেন। জানা যায় এলাকায় সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাঁকা সেতুর , তবে তার এতদিন হয়নি।শুক্রবার এক নং ব্লকের চখোয়াখেতি গ্ৰামপঞ্চায়েত দক্ষিণ কামসিং পূর্ব পাড়া এলাকায় পরিদর্শন করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। সাথে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।
জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা জানান ব্রিজ দুটি হচ্ছে।টেন্ডার হয়ে গেছে। কাজ শুরু হবে। একই কথা জানিয়েছেন সহকারী জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। ওই এলাকায় ব্রিজ দুটি হওয়ায় খুশি এলাকাবাসী। #alipurduar #alipurduarnews
What's Your Reaction?