রক্ত দানের মত মহৎ কাজ আর কিছু হতে পারে না বললেন ত্রিপুরার অর্থদপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়

Apr 7, 2023 - 23:41
 0  10

শুক্রবার গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত কে.বি. আই বিদ্যালয়ের ইউআরসি হলে গ্যাজেটেড অফিসা সংঘ গোমতী ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এক রক্ত দান শিবিরের আয়োজন আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থদপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা । এদিন ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে এই রক্ত দান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, গত ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে ও পরে ত্রিপুরার বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট দেখা দেয়।ফলে রোগীদের কিছু অসুবিধা হয়েছে এটা বুঝতে পেরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদানে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন।ফলে, সারা ত্রিপুরায় রক্তের যে সংকট দেখা দিয়েছে তা কিছুটা হলেও নিরসন হতে চলেছে। এই রক্তদানের বজায় রাখার জন্য সবার কাছে আহ্বান রাখেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। রক্তের সংকটের কারণে কোন রোগীর যাতে কোন রকম অসুবিধা না হয় সেইজন্য ত্রিপুরার সব সংগঠন,এনজিও, ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান সহ সব অংশের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্ত দাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। #tripura #tripuranews #blooddonation

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow