নজরে দক্ষিণ দমদম, পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল সিবিআই, অভিযুক্ত কারা?

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত একযোগে করছে ইডি ও সিবিআই।

Jul 2, 2024 - 13:31
 0  5
1 / 1

1.

 শুধু বিভিন্ন শিক্ষাক্ষেত্রেই নয়, রাজ্যের একাধিক পুরসভার দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থার হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সেসবের ভিত্তিতেই মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলার প্রথম চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে জমা পড়েছে চার্জশিট। তাতে বিশেষ নজর রয়েছে দক্ষিণ দমদম পুরসভার দিকে। এখানকার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের নাম রয়েছে সেই চার্জশিটে। নাম রয়েছে দুর্নীতিতে একাধিকবার ইডির (ED) জেরার মুখে পড়া অয়ন শীল।কী রয়েছে চার্জশিটে? সূত্রের খবর, কোভিড (COVID-19) কালে দক্ষিণ দমদম পুরসভায় মোট ২৯ জনের চাকরি বাতিল হয়েছিল। সেই চাকরি নিয়ম বহির্ভূতভাবে হওয়ায় তা বাতিল করতে বাধ্য হয়েছে বলে সিবিআই উল্লেখ করেছে। এই ২৯টি পদে চাকরি কি টাকা বিনিময়ে হয়েছিল নাকি অন্য কিছু বিনিময়ে, তা এখনও তদন্তাধীন। তবে পাচু রায় পুরসভার চেয়ারম্যান (Chairman) থাকাকালীনই এই বেনিয়মের অভিযোগ ওঠায় তাঁকে অভিযুক্ত হিসেবে দেখানো হল সিবিআইয়ের চার্জশিটে (Chargesheet)।ত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের চার্জশিটে রয়েছেন অয়ন শীলের নাম। এই অয়ন পেশায় প্রোমোটার। তাঁর সল্টলেকের ফ্ল্যাট ও হুগলির বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক নথিই পাওয়া গিয়েছে, যা পুরসভার নিয়োগ সংক্রান্ত বলেই জানতে পেরেছন তদন্তকারীরা। বহুবার অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বয়ান এবং উদ্ধার হওয়া নথি থেকে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআই, ইডির। তাতেই ইডির হাতে গ্রেপ্তার হন অয়ন। এবার পুরনিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইয়ের দেওয়া চার্জশিটে অয়ন শীলের নাম রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow