তীব্র দাবদাহে পুড়ছে শহর, নেই বৃষ্টিপাতের সম্ভাবনা : আলিপুর আবহাওয়া দপ্তর
আলিপুর আবহাওয়া বিভাগ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ দুপুর দুটো ত্রিশ নাগাদ আমরা রেকর্ড করেছি ,যদিও এটা সর্বোচ্চ নয়, আলিপুর ৩৯.৬, দমদমে ৩৯.২. সল্টলেকে ৪০.৮, ডায়মন্ড হারবার ৩৯, ক্যানিং ৩৮.৪ বাঁকুড়া ৪১.৪ এখন অব্দি সর্বোচ্চ শ্রীনিকেতন ৪০.৮ এবং আসানসোল ৪০.২ বাকি অন্যান্য জায়গায় 37 থেকে 38 এর গড় রেকর্ড করা হয়।. দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা সাধারনের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং গত ২৪ ঘন্টায় পূর্ব মেদনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে তাপপ্রবাহ হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ১৩ থেকে ১৭ তারিখ অব্দি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলো অর্থাৎ এখন যে টেম্পারেচার টা আছে, আগামী ১৭ তারিখ পর্যন্ত সেটা বাড়বে কোথায় ১ ডিগ্রী পারবে এবং কোথাও ২ ডিগ্রী ও বাড়তে পারে। এর ফলে স্বাস্থ্য এবং কৃষিকাজের এর উপর প্রভাব পড়তে পারে। সাথে পূর্বাভাস থাকছে , কলকাতায় আগামী পাঁচদিনেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই এবং তাপপ্রবাহ সতর্কতা জারি থাকছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে যেহেতু অনেকদিন ধরে এই তাপ প্রভাব এর প্রভাব থাকছে যা অন্যান্যবার এর তুলনায় অনেক বেশি। গত পাঁচ বছরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি হয়েছে কিন্তু একবা দুদিনের জন্য তারপরে কমে গেছে কিন্তু এই ধরনের টানা গরম আগে কোনদিন দেখা যাই নি। আদ্রতা খুব কম থাকার কারণে ঘামও হচ্ছে না শুষ্ক আবহাওয়া থাকছে সেই সাথে বৃষ্টিরও কোথাও কোন সম্ভাবনা নেই বললেই চলে। গত বছরের যদি দেখা যায় এপ্রিল মাসে ৩০ তারিখে প্রথম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছিল সাথে ফেব্রুয়ারিতে প্রচুর বৃষ্টি হয়েছিল । এ বছর মার্চে আগের বছরের তুলনায় আবহাওয়া ভালো ছিল। এপ্রিলে গতবারের মতো এবছরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা নেই কিন্তু গত বছর এই তীব্র দাবদাহ ছিল না. #youtube #weather #weatherreport #weathernews @ubanglatvofficial
What's Your Reaction?