Balurghat : আইনি জটের জটিলতায় সৌরভ গাঙ্গুলী : U Bangla TV

Balurghat : আইনি জটের জটিলতায় সৌরভ গাঙ্গুলী : U Bangla TV

Jul 2, 2024 - 13:22
 0  2

নামের ফলক জ্বলজ্বল করছে। কিন্তু প্রস্তাবিত মূর্তির প্রতিষ্ঠা হয়নি । মাঝে কেটে গিয়েছে সাতটা সাতটা বছর। আজও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর মূর্তি বসানো হয়নি । তাই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি । তিনি বলেন , 'বালুরঘাটে যদি মূর্তি বসানোর জায়গা না থাকে ,আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক।' যা ভীষণ লজ্জাজনক মনে করছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। তারা চাইছেন খুব দ্রুত দাদার আট ফুট লম্বা মূর্তিটা বসানো হোক।২০১৭ সালের ১৫ই জুলাই বালুরঘাট স্টেডিয়ামে দাঁড়িয়ে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন সৌরভ গাঙ্গুলি। স্টেডিয়ামের বিকাশ ময়দানের মূল গেটের সামনে তার পূর্ণাবয়ব মূর্তি বসানোর কথা ছিল। কিন্তু ‘দাদা’র মূর্তি বসানোর জন্য জেলা ক্রীড়া সংস্থার কাছে কোনও অনুমতি ছিল না। তার জেরেই শুরু হয় আইনি জটিলতা। ফলে মূর্তি স্থাপনের কাজ আটকে যায় । অনুষ্ঠান মঞ্চের পাশেই অস্থায়ীভাবে রাখা হয়েছিল মূর্তিটি। সেটাই উন্মোচন করে যান সৌরভ। এরপরই রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে।গোটা বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াও। পরে জানা যায়, আট ফুটের মূর্তিটিকে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের অফিসে রাখা হয়েছে। দীর্ঘ সাত বছর ধরে ওই অফিস ঘরেই রয়েছে মূর্তিটি। এমনকি মূর্তি রাখার জন্য যে বেদীটি বানানো হয়েছিল। সেটিও কার্যত ভেঙে পড়তে শুরু করেছে। কিন্তু এখনও তা নিয়ে গড়িমসি। জেলা ক্রীড়া সংস্থা প্রশাসনের অনুমতির অপেক্ষায় রয়েছে। প্রশাসন জানাচ্ছে, এখানে তাদের কোনও হাত নেই। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ বলেন, ' প্রশাসনের তরফে সেখানে মূর্তি বসানোর স্থগিতাদেশের নির্দেশ পালন করা হয়েছে। মূর্তিটি যে অবস্থায় ছিল, সেই অবস্থাতেই রয়েছে '। প্রশাসনের তরফে নির্দেশ আসলে আমরা উদ্যোগী হব।' #balurghat #news #newstoday #bangladesh #cricket #worldcup #euro  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow